বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিতি পেয়েছেন সাইফ-কারিনা। কিন্তু হঠাৎ কী এমন হলো যে, সাইফকে দূরে থাকতে বলেছেন কারিনা! তাদের দাম্পত্য জীবন ঠিকঠাক আছে তো? অবশ্য সাইফিনা ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। 'কি অ্যান্ড কা' ছবির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতেই নাকি সাইফকে দূরে থাকতে বলেছেন কারিনা। প্রতিদিন চার ঘণ্টা নিজের মতো কাটাচ্ছেন। এ সময়টাতে কেবল সাইফ নয়, কাউকেই কাছে ঘেঁষতে দিচ্ছেন না। নির্মাতা আর বাল্কির পরবর্তী ছবি 'কি অ্যান্ড কা'-তে চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা। সহ-অভিনেতা অর্জুন কাপুর। ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী এক কর্মজীবী নারীর ভূমিকায় দেখা যাবে কারিনাকে। আর অর্জুন অভিনয় করবেন কারিনার স্বামীর ভূমিকায়। কারিনা বলেন, 'আমি সাইফকে বলেছি, এ চরিত্রে অভিনয়ের জন্য আমাকে নিজের মতো করে থাকতে হবে। প্রতিদিন চার ঘণ্টা নিজেকে বন্দী করে রাখব। এ সময়টাতে সবার কাছ থেকে দূরে থাকব। বাল্কির ছবিতে যে নারীর চরিত্রে আমি অভিনয় করব, তাকে জানার এটাই একমাত্র পথ।'