চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী মায়া ঘোষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। দুই বছরেরও বেশি সময় ধরে এ রোগের চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এখন ওষুধ কেনারও পয়সা নেই। এ অবস্থায় সরকারসহ সর্বস্তরের মানুষের কাছে তাকে বাঁচানোর জন্য আকুতি জানিয়েছেন বর্ষীয়ান এ অভিনেত্রী। রবিবার নাট্যনির্মাতা জি এম সৈকতের শিল্পী ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে মায়া ঘোষ কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'দিনের পর দিন শয্যাশায়ী অবস্থায় মৃত্যুর প্রহর গুনছি। চলচ্চিত্র শিল্পী সমিতি এবং একসময় বিনা পয়সায় যেসব নির্মাতার কাজ করে দিয়েছি আজ তারাও আমার খবর নেন না। এ মুহূর্তে জি এম সৈকত আমার পাশে এগিয়ে আসায় এখন কিছুটা আশার আলো দেখছি। আমার বিনীত আবেদন, প্রধানমন্ত্রী এবং দেশের মানুষ আমাকে বাঁচান। দীর্ঘদিন অভিনয় ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে শরণার্থীদের সহযোগিতা করেছি।' সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জি এম সৈকত, ডি এ তায়েব, ঝুনা চৌধুরী প্রমুখ।