ভারতের রামুজি ফিল্ম সিটিতে অনেক নামকরা ছবির শুটিং হয়েছে। এবার সেখানে গিয়ে শুটিং করছেন শাকিব খান ও জয়া আহসান। তাদের সঙ্গে ইমন, মৌসুমী হামিদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে থাকবেন। সবাই অংশ নেবেন 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু' ছবির শুটিংয়ে।
শাকিবকে নিয়ে ১ আগস্ট সেখানে পৌঁছে গেছেন পরিচালক সাফিউদ্দিন সাফি। সঙ্গে গেছেন ছবিটির আরেক নায়িকা মৌসুমী হামিদ। গতকাল জয়া, ইমন ও শহীদুল আলম সাচ্চু গিয়ে পৌঁছেছেন।
শাকিব বলেছেন, 'সাধারণত মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংককে গানের কাজ হয়। এবার একটু ভিন্নতা এলো। দৃশ্যধারণের জন্য রামুজি ফিল্ম সিটিকে নির্বাচন করায় আমি খুশি।'
ছবিটিতে গান রয়েছে পাঁচটি। সব কটির চিত্রায়ন হবে রামুজি ফিল্ম সিটিতে।