চলতি সময়ে চলচ্চিত্রের গানেই বেশি ব্যস্ত কণ্ঠশিল্পী আসিফ আকবর। গেল ঈদুল ফিতরে তার গাওয়া গান নিয়ে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি শাহীন সুমন পরিচালিত 'লাভ ম্যারেজ', অন্যটি তন্ময় তানসেন পরিচালিত 'পদ্মপাতার জল'। লাভ ম্যারেজের টাইটেল সংটি গেয়েছেন আসিফ, যা শাকিব খানের ঠোঁটে গিয়েছে। গানটির কথা হচ্ছে এমন- 'সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি অ্যাংগেজ'। আসিফের গাওয়া এ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটি লিখেছেন কবির বকুল, সুর-সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এ ছাড়া পদ্মপাতার জলে লতিফুল ইসলাম শিবলীর লেখা 'আলোকিত সারা দিন' গানটি গেয়েছেন তিনি। এর সুর করেছেন এস আই টুটুল এবং সংগীতায়োজন করেছে চিরকুট। দুটি গান নিয়ে আসিফ আকবর বলেন, 'এই সময়ে আমি প্লেব্যাকেই বেশি ব্যস্ত। বেশকিছু ছবিতে কণ্ঠ দিয়েছি। সামনেও কিছু দেব।'
আসিফ আকবর জানান, এরই মধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন বদিউল আলম খোকন পরিচালিত 'রাজা বাবু', 'শাহীন সুমন পরিচালিত 'প্রবাসী ডন'সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে।
আসিফ আকবরের সর্বশেষ গানের অ্যালবাম ছিল 'জানরে'। বর্তমানে তিনি একটু একটু করে নতুন অ্যালবাম গুছিয়ে নিচ্ছেন।