গত বছরের অন্যতম আলোচিত ছবি 'পিকে'। আমির খান অভিনীত ছবিটি মুক্তির আগে ও পরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ছবির পোস্টারে নগ্ন হয়ে হাজির হওয়ায় অশ্লীলতার অভিযোগে আমিরের বিরুদ্ধে একাধিক মামলাও হয়। 'পিকে' মুক্তির আট মাস পর আবারও নতুন এক ঝামেলায় জড়িয়েছেন আমির। ছবির সংলাপে পুলিশকে 'ঠোলা' বলায় সম্প্রতি আমিরের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করেছেন তিনি।
এদিকে বিষয়টি আমিরের কানে গিয়ে পৌঁছেছে। কিন্তু তিনি এ নিয়ে মোটেও চিন্তিত নন বলে জানা গেছে।