১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পেয়েছিল বাংলাদেশের প্রথম সবাক পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি 'মুখ ও মুখোশ'। সে হিসেবে ৫৯ বছর পূর্ণ করে ৬০ বছরে পদার্পণ করল চলচ্চিত্রটি। আর এর মধ্য দিয়ে দেশীয় চলচ্চিত্রও ষাট বছরে পা রাখল।
১৯৫৪ সালে ইকবাল ফিল্মসের ব্যানারে মুখ ও মুখোশের কাজ শুরু করেছিলেন পরিচালক আবদুল জব্বার খান। এতে তিনি নিজেই নায়ক হয়েছিলেন। আর নায়িকা ছিলেন চট্টগ্রামের মেয়ে পূর্ণিমা সেন। অন্যান্য চরিত্রে ছিলেন ইনাম আহমেদ, নাজমা, জহরত আরা, আলী মনসুর, রফিক, নুরুল আনাম খান, সাইফুদ্দিন, বিলকিস বারী প্রমুখ।