দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মাঝে পেরিয়ে গেছে পাঁচটা বছর। সঞ্জয় গুপ্তর 'জসবা'-তে দেখা যাবে তাকে। আর এ প্রত্যাবর্তন নিয়ে যথেষ্ট আশাবাদী বিগ-বির পুত্রবধূ।
এদিকে এই অর্ধদশকের ব্যবধানে প্রত্যাবর্তনের সফলতা নিয়ে বলিপাড়ায় গুঞ্জন উঠেছে। অনেকেই মনে করছেন, অ্যাশ যতটা সহজ মনে করছেন ততটা সহজ হবে না এই ফেরার ব্যাপারটি। বলিউড অনেক বদলে গেছে। নতুন অনেক তারকা জায়গা করে নিয়েছে ফিল্মপাড়ায়। নিজেদের দর্শকশ্রেণি তৈরি করেছে। এছাড়া অ্যাশের মধ্যেও পরিবর্তন এসেছে। পুরনোরা তাকে গ্রহণ করলেও নতুন প্রজন্মের দর্শক কতটুকু গ্রহণ করবে তা নিয়ে প্রশ্ন আছে।
ঐশ্বরিয়া কিন্তু সটান বলে দিচ্ছেন, বলিউডের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছিল, এমনটা তিনি মনেই করেন না। দীর্ঘ দিনের ব্যবধানে ছবি করছেন, শুটিং করতে গিয়ে সে সব তার মোটেই মনে হয়নি।
দক্ষিণ কোরিয়ার ছবি 'সেভেন ডেজ'-এর রিমেক হলো 'জসবা'। আগামী ৯ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিতে ঐশ্বরিয়া ছাড়াও রয়েছেন শাবানা আজমি, ইরফান খান, জ্যাকি শ্রফ, চন্দন রায় সান্যাল। ২০১০ সালে সঞ্জয় লীলা বানশালীর 'গুজারিশ'-এ শেষ বার দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের পুত্রবধূকে। - সংবাদসংস্থা
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট ২০১৫/ এস আহমেদ