অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। বর্তমানে তিনি চলাফেরা করতেও পাচ্ছেন। ফেসবুকে মঙ্গলবার এ খবর জানিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী। একইসঙ্গে ক্যাপশনসহ মায়ের সঙ্গে তার একটি স্থিরচিত্রও প্রকাশ করেছেন।
লামিয়া চৌধুরীর লেখা ওই ক্যাপশনটি হলো এরকম- সূর্যাদযের পর সকালে মায়ের সঙ্গে হাঁটলাম। দয়া করে, আমার মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
এর আগে, গত শনিবার এক স্ট্যাটাসে অভিনেত্রী দিতির ধীরে ধীরে সুস্থ হওয়ার কথা জানান লামিয়া। ওই দিনি তিনি জানান, মা ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছেন। সময়টা খুব কঠিন কিন্তু তারপরও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ইতিবাচক থাকতে। যারা দোয়া করেছেন- তাদের সকলকে ধন্যবাদ, কিন্তু সামনে আরো দিন আছে, তাই আমার মায়ের জন্য দোয়া বন্ধ করবেন না। সবশেষে আজ মা হাসছেন বলেও তিনি ইংরেজিতে লেখা ওই স্ট্যাটাসে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ভারতের চেন্নাইয়ে এমআইওটি হাসপাতালে ব্রেইন টিউমারে আক্রান্ত দিতির মস্তিষ্কে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়।
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব