বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী দিবস উপলক্ষ্যে আগামী ৬ আগস্ট (২২ শ্রাবণ) বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভিতে সম্প্রচার করা হবে কবির গানের উপর নির্মিত দৃশ্যকাব্য 'খোলাহাওয়া'। এতে মডেল হিসেবে দেখা যাবে অভিনেতা হেমন্তকে। এছাড়া আরও রয়েছেন মর্জিনা মুনা, জাহের আলভি তানিয়া, তাবিয়ান অন্যন্যা প্রমুখ।
শহিদুল হক খানের নির্দেশনা ও রামকৃষ্ণের কণ্ঠে ধারণকৃত এই ভিডিও গানগুলো বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে।
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব