বাবা ডেভিড বেকহ্যাম ইংলিশ কিংবদন্তি ফুটবলার। কিন্ত বাবার মতো সবুজ ঘাসের মাঠে নয়, বরং রূপালি পর্দায় জায়গা খুঁজছেন ব্রুকলিন বেকহ্যাম। বয়স মাত্র ১৬। আর এই বয়সকেই হলিউডের সঙ্গে যুক্ত হওয়ার সঠিক সময় মনে করছেন পপ তারকা ভিক্টোরিয়া অ্যাডামসের পুত্র ব্রুকলিন।
সূত্রের খবর, ব্রুকলিন সম্প্রতি একটি মডেলিং এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বিজ্ঞাপন দুনিয়ায় তিনি দ্রুতই খ্যাতি অর্জন করবেন বলে আশা করছে সকলেই। স্কুলের একবারে শেষ ধাপে দাঁড়িয়ে থাকা ব্রুকলিনের এবার লক্ষ্য হলিউড। গুঞ্জন আছে, সেখানেও এজেন্ট-মারফত কাজের কথা চলছে।
বিডি-প্রতিদিন/০৫ অাগস্ট, ২০১৫/মাহবুব