বলিউডের ক্লাসিক ও জনপ্রিয় অভিনেত্রী কাজলের আজ ৪১তম জন্মদিন। 'পেয়ার তো হোনা হি থা', 'দিল কেয়া কেরে', 'কুছ কুছ হোতা হে', 'ইশক', 'ফানা', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, 'কাভি খুশি কাভি গাম'র মতো জনপ্রিয় মুভির এই নায়িকা জীবনের ৪১টি বছর পার করে ফেললেন।
রাহুল রাওয়ালির হাত ধরে গ্ল্যাম ওয়ার্ল্ডে পা রাখেন কাজল। 'বেখুদি' মুভি দিয়ে বলিউডে অভিষেক হয়। তবে 'বাজিগর'এ চমৎকার অভিনয় করে বাজিমাত করেন তিনি। এরপর আসতে থাকে একের পর এক ছবির অফার। হয়ে ওঠেন 'বলিউড কুইন'। সেই সঙ্গে ইন্ডাস্ট্রি পায় শাহরুখ-কাজল কেমিস্ট্রি যা এখনো পর্দায় হিট।
এদিকে, শাহরুখ-কাজল জুটিকে দীর্ঘদিন পর ফের বড় পর্দায় হাজির করাচ্ছেন পরিচালক রোহিত শেঠি। 'দিলওয়ালে' নামে নতুন একটি মুভিতে কাজ করছেন তারা। সম্প্রতি বুলগেরিয়া থেকে মুভিটির শুটিং করে ফিরেছেন তারা। চলতি বছরের বড়দিনে মুভিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/৫ আগস্ট ২০১৫/শরীফ