বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী তিশা। যদিও ইদার্নিং চলচ্চিত্রেও তাকে দেখা যায়, তবে তা বাণিজ্যিক চলচ্চিত্রেই। অন্যদিকে, নাটকের মাধ্যমে খ্যাতি পেলেও এখন বাংলা চলচ্চিত্রের ব্যস্ত নায়ক আরিফিন শুভ। দু'জনে একসঙ্গে সাতটি নাটকে অভিনয় করলেও একসাথে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করা হয়নি। তবে এ জুটি এবার চলচ্চিত্রে জুটিবদ্ধ হতে যাচ্ছেন। ছবির নাম অনন্য মামুনের ‘অস্তিত্ব’।
মঙ্গলবার দুপুরে আরিফিন শুভকে চুক্তিবদ্ধ করিয়েছেন বলে জানিয়েছেন ছবিটির পরিচালক মামুন। তবে তিশার ব্যাপারটি নিয়ে সরাসরি স্বীকার না করে বলেছেন, ‘তিশা তো দেশের বাইরে আছে। ও দেশে আসুক। তখন হয়তো একটা ভাল খবর দিতে পারব।’
এদিকে, আপাতত ছবির নাম অস্তিত্ব হলেও নামটি পরিবর্তন করা হবে বলেও জানিয়েছেন অনন্য মামুন। কারণ হিসেবে তিনি বলেন, ‘ছবির গল্পের সাথে নামটি যায় না। তাছাড়া অস্তিত্ব নামটি শুনলে অনেকে একে আর্ট ফিল্ম মনে করবেন। কিন্তু এটি পুরোদস্তর একটি বাণিজ্যিক ছবি হবে।’
রোমান্টিক গল্পের ছবিটির চারটি গান করছেন হাবিব ওয়াহিদ। শুটিং শুরু হচ্ছে আগামী ২৮ আগস্ট থেকে। অধিকাংশ দৃশ্যের চিত্রায়ন হবে সিলেটে।
বিডি-প্রতিদিন/০৫ অাগস্ট, ২০১৫/মাহবুব