বড় পর্দায় আরেফিন শুভ নিয়মিত। আর নিয়মিত হওয়ার অপেক্ষায় রয়েছেন নুসরাত ইমরোজ তিশা। এবার এ দুজন জুটিবদ্ধ হচ্ছেন। তারা জুটি হয়ে অভিনয় করবেন তরুণ নির্মাতা অনন্য মামুনের ছবিতে। নাম ঠিক না হওয়া ছবিটি ড্রিমবক্স অ্যান্ড অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে। এরই মধ্যে ছবিটি নিয়ে তিশার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। আজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। তিশা তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কলকাতা সফরে যাওয়ার চুক্তি হতে দেরি হয়েছে। গতকাল তিশা দেশে ফিরেছেন। তাই আজ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা যায়।
এদিকে শুভ বলেন, 'ছবির গল্পটি শুনে আমার ভালো লেগেছে। মঙ্গলবার সকালে ছবিটির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছি। বর্তমানে শুটিং প্রস্তুতি চলছে।' তিশার সঙ্গে অভিনয় প্রসঙ্গে বলেন, 'তিশা ভালো অভিনেত্রী। ভালো অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করতে ভালো লাগে। কারণ এতে ছবির গল্পটি প্রাণবন্ত হয়ে ওঠে। আশা করি আমরাও একটি সুন্দর প্রাণবন্ত ছবি উপহার দিতে পারব।'
মামুন জানান, একটি অসম প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এতে দর্শকের বিনোদনের নানা উপকরণ থাকবে। তাই কেউ ছবিটি দেখে হতাশ হবে বলেই বিশ্বাস তার।
ছবিটির গল্প লিখেছেন নির্মাতা নিজেই। মামুন বলেন, 'এটি আমার পাঁচ নম্বর ছবি। ২৮ আগস্ট ছবির শুটিং শুরু হবে। ছবিটিতে থাকছে মোট পাঁচটি গান। সবগুলো গানের সংগীত পরিচালনা করছেন হাবিব ওয়াহিদ। দর্শকরা ছবি দেখার পর অন্যরকম একটা চমক পাবে।'
জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সিলেটে এর দৃশ্যধারণ শুরু হবে। পুরো কাজ দেশেই হবে বলে জানালেন পরিচালক।