আজ রবীন্দ্র প্রয়াণ দিবস। কোথায় কোথায় গান পরিবেশন করছেন আজ?
আজ বেশ কিছু অনুষ্ঠানে গান পরিবেশন করব। তার মধ্যে বাংলাভিশন, চ্যানেল আই, এটিএন বাংলা, এশিয়ান টিভি, মাছরাঙা ও বিটিভি। এ ছাড়া বাংলা একাডেমির একটি গানের অনুষ্ঠানেও গান পরিবেশন করব। সব মিলিয়ে আজ সারা দিনটা কাটবে রবীন্দ্রনাথের গানে গানে।
বর্তমানে আমাদের দেশে রবীন্দ্র চর্চা কেমন হচ্ছে বলে আপনি মনে করেন?
বর্তমানে আমাদের দেশে রবীন্দ্র চর্চা আগের থেকে বেড়েছে। এটি আমাদের জন্য একটি সুখবর বিষয়। আমি নতুন শিল্পীদের গান সব সময় শোনার চেষ্টা করি। তারা অনেকেই ভালো করছে। কিন্তু কষ্টের কথা হচ্ছে তারা ভালো কোনো প্লাটফর্ম পাচ্ছে না। ভালো প্লাটফর্ম না পেলে নিজেকে কি করে বিকশিত করবে তারা! আসলে সুস্থ-সুন্দর পরিবেশ দরকার।
রবীন্দ্রসংগীতকে আরও প্রশার ঘটাতে হলে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন?
বর্তমানে রবীন্দ্রসংগীতটা সীমাবদ্ধ হয়ে আছে ক্যালেন্ডারের দুটি তারিখের মধ্যে। রবীন্দ্রনাথের জন্মদিন আর প্রয়াণ দিবস ছাড়া বেশির ভাগ টিভি চ্যানেলে রবীন্দ্রনাথের গান প্রচার হয় না। কিন্তু প্রতি মাসেই আয়োজন থাকা উচিত। ।
আপনি কি মনে করেন, আমাদের দেশের নাটক ও চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গানের ব্যবহার আরও বাড়ানো দরকার?
হ্যাঁ, শুধু কলকাতার ছবিতে নয়, তাদের অনেক টিভি নাটকেও রবীন্দ্রনাথের অনেক গান ব্যবহার করা হয়। বেশ ভালোভাবে তারা রবীন্দ্রনাথকে ধারণ করছেন। আসলে রবীন্দ্রনাথের গানকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এর থেকে ভালো মাধ্যম আর হয় না। এমনিতে আমাদের দেশে বিশেষ দিবস ছাড়া আমরা নজরুল, রবীন্দ্রনাথকে স্মরণ করি না। আমার মনে হয় এই বিষয়টি কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দিতে হবে। কারণ রবীন্দ্রনাথ একটি মহাবিদ্যালয়ের নাম। এখান থেকে জীবনবোধ শেখা যায়।
- আলী আফতাব