দৈনিক পত্রিকার খবর নিয়ে নিয়মিত টকশো 'গ্রামীণফোন আজকের সংবাদপত্র' সাফল্যের একাদশ বর্ষে পা রাখল। চ্যানেল আইয়ের এ অনুষ্ঠানটিই বাংলাদেশে পত্রিকার খবর নিয়ে টকশোয়ের আদর্শ। গত রাত ১২টায় অনুষ্ঠানটি একাদশ বর্ষে যাত্রা শুরু করে। আর পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করে যাচ্ছেন সাংবাদিক মতিউর রহমান চৌধুরী।
শুরুতে রাত ১২টায় প্রেস থেকে পত্রিকা নিয়ে তাৎক্ষণিক একটি অনুষ্ঠানের আয়োজন সম্ভব কিনা- এমন প্রশ্ন ও সম্ভাব্যতা যাচাই চলেছিল খোদ আয়োজকদের মধ্যেই। তবে সব বাধা অতিক্রম করে ইলেকট্রনিক মিডিয়ায় এক নতুন যুগের সূচনা করে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের পরিকল্পনা হয়েছিল অনেকটা নাটকীয়ভাবে। বিমানে বসে চ্যানেল আইর কর্ণধার ফরিদুর রেজা সাগর ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর মধ্যে কথাচ্ছলে নানা উত্থান-পতন, অনুষ্ঠান করা যাবে কিনা? দর্শক দেখবে কিনা? পত্রিকা পাওয়া যাবে কিনা? এমন অগুনতি প্রশ্ন ছাপিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়েছিল ২০০৫-এর ৬ আগস্ট। সরাসরি প্রচার চলতি এ অনুষ্ঠানটি ইতিমধ্যে অর্জন করেছে ব্যাপক দর্শকপ্রিয়তা। দিনের প্রকাশিত পত্রিকার প্রথম সংস্করণের কপি নিয়ে রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আইর ভিন্নধর্মী আয়োজন ঘুম কেড়ে নেয় অগণিত দর্শকের। রাতের আয়োজনে দেশে তো বটেই, দেশের বাইরের প্রবাসী দর্শকরা অনেক আগে পত্রিকা না পেয়েও জেনে যাচ্ছেন দিনের আলোচিত ঘটনাবলি ও প্রকাশিত সংবাদের বিশ্লেষণ। দেশের প্রখ্যাত সব সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মানের বিচারে এখনো দর্শক পছন্দের শীর্ষে। কাজল ঘোষের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতিদিন রাত ১২টা ১ মিনিটে প্রচার হচ্ছে।