দীর্ঘদিন পর অ্যালবাম নিয়ে আসছেন নজরুল সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা। কিন্তু এবার তিনি আসছেন ভিন্ন স্বাদে। কারণ নজরুল সংগীতশিল্পী বলে শুধুই নজরুলসংগীত নিয়ে আসছেন না তিনি, সঙ্গে থাকছে আধুনিক গানও। জানা গেছে, এরই মধ্যে একাধিক নতুন গান তৈরি করেছেন তিনি। বেশির ভাগ গানের সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
ফাতেমা-তুজ-জোহরা বলেন, 'আমি একটু একটু করে অনেক গান তৈরি করে রেখেছি। আসলে অবসরে আমি গান নিয়েই ব্যস্ত থাকি। এখন গানগুলো প্রকাশের অপেক্ষায়। আশা করছি, দ্রুতই শ্রোতারা আমার নতুন গান শুনতে পাবেন।' শিল্পী জানান, আধুনিক গানের তালিকায় তিনি বেশ কিছু বিষয়ভিত্তিক গান রেখেছেন। সেগুলোর কথা ও সুর তিনিই করেছেন। গানগুলো রেকর্ড করা হয়নি। তবে নজরুলসংগীত রেকর্ড করা হয়েছে।'