বাংলাদেশের একসময়ের আলোচিত এবং প্রতিষ্ঠিত অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ছিল সাউন্ডটেক। বর্তমানে প্রতিষ্ঠিত অনেক শিল্পীই এসেছেন সাউন্ডেটেকের হাত ধরে। কিন্তু অডিওশিল্পের মন্দাভাবের কারণে সেই সাউন্ডটেকই গুটিয়ে গিয়েছিল। কিন্তু তারা আবার নতুন করে ফিরছে। এই প্রত্যাবর্তনের সময়ে তারা আসছে ন্যান্সির চতুর্থ একক নিয়ে। আগামী ঈদের জন্য অ্যালবামটি তৈরি করা হচ্ছে। জানা গেছে, অ্যালবামের জন্য গান তৈরি করছেন শওকত আলী ইমন ও বাপ্পা মজুমদার। কয়েকদিনের মধ্যে এগুলোতে কণ্ঠ দেবেন ন্যান্সি। শিল্পী বলেন, 'সাউন্ডটেক সুনামী প্রতিষ্ঠান। তারা আবার এলে শিল্পীদের জন্য ভালো। কারণ তারা গান বাজারজাত করার শৈল্পিক বিষয়টি বোঝেন।'