ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শীর্ষ দশ অভিনেতার প্রথম তালিকায় স্থান পেয়েছেন বলিউডের অমিতাভ বচ্চন, সালমান খান ও অক্ষয় কুমার। তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে আছেন বিগ বি অমিতাভ ও সালমান। গত বছর এ দুজনের আনুমানিক আয় ছিল ৩৩.৫ মিলিয়ন ডলার। তালিকায় নয় নম্বরে আছেন অক্ষয় কুমার যার গত বছরের আয় ছিল ৩২.৫ মিলিয়ন ডলার। ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেতা হচ্ছেন 'আয়রনম্যান' খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র। গত বছরের জুন থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত তার মোট আয় ৮০ মিলিয়ন ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জেকি চ্যান। তার আয় ৫০ মিলিয়ন ডলার। শীর্ষ দশে স্থান পাওয়া বাকিরা হচ্ছেন ভ্যান ডিজেল [তৃতীয়], ব্রাডলি কুপার [চতুর্থ], অ্যাডাম স্যান্ডলার [পঞ্চম], টম ক্রুজ [ষষ্ঠ] ও মার্ক ওয়ালবার্গ [দশম]।
তালিকায় স্থান পেয়েছেন বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান এবং রণবীর কাপুরও। তালিকায় ১৮ নম্বরে থাকা শাহরুখের আয় ২৬ মিলিয়ন ডলার। আর রণবীরের আয় ১৫ মিলিয়ন ডলার ।
ফোর্বস এ তালিকাটি শুধু সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের নিয়ে তৈরি করেছে। আর সবচেয়ে বেশি আয়কারী অভিনেত্রীদের তালিকাটি চলতি বছরের শেষ দিকে প্রকাশ হবে।