সংগীতাঙ্গনে পরিচিত মুখ নাঈম মাহমুদ। পুরনো ঢাকার ওয়ারীতে যিনি একাগ্রচিত্তে করে চলেছেন সুরের সাধনা। শুধু নজরুল সংগীত নয় তার মাধুর্যময় কণ্ঠে বাক্সময় হয়ে ওঠে আধুনিক গানও। গত সাত দশকের বাংলা সংগীতজগতের তিনি এক চলমান অভিধান যেন। বর্তমানে তার বড় পরিচয় তিনি শুদ্ধ সংগীতের শিক্ষক। নাঈমের লেখা ও সুরারোপিত গানগুলো তার ছাত্র-ছাত্রীদের কণ্ঠে প্রায়শই শুনতে পাওয়া যায়। যাদের অনেকেই জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থানসহ পেয়েছে নানা পুরস্কার। দুই যুগের বেশি সময় ধরে নাঈম চর্চা করে চলেছেন শাস্ত্রীয় সংগীতের। শর্মিষ্ঠা শিল্প গোষ্ঠীর সংগীত পরিচালক ও সুরের খেয়ার প্রতিষ্ঠা পরিচালক তিনি।