যারা এতদিন তার মতো অভিনেত্রীকে ফিরিয়ে দিয়েছিলেন, তাদের ‘বোকা’ আখ্যা দিলেন কঙ্গনা রনৌত।
সম্প্রতি এক ফ্যাশন শো’এ অংশ নিতে গিয়ে তিনি জানান, ‘ইন্ডাস্ট্রিটা একটা ঢেউয়ের মতো। শুধু ঠিকমতো গা ভাসাতে জানতে হবে। অনেকেই আজকাল বড় নামের পেছনে ছোটেন। কিন্তু আমি কখনও ওসব নিয়ে মাথা ঘামাইনি। যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন অনেকেই আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। আমার শুধু একটাই কথা মনে হয়েছিলো- এরা কি বোকা!’
এদিকে ‘নমস্তে ইংল্যান্ড’ নামের একটি ছবির জন্য কঙ্কনাকে নেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক বিপুল শাহ। শোনা যাচ্ছে, ‘নমস্তে ইংল্যান্ড’এর নায়িকাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। যার জন্য কঙ্গনা ছাড়া আপাতত অন্য কার কথা ভাবতে পারেছন না নির্মাতারা। আগামী বছরের শুরুর দিকে ছবিটির দৃশ্যায়ন শুরু হয়ে যাবে।