ভারতীয় ক্রিকেটার এস শ্রীশান্ত পূজা ভাটের মুভি 'ক্যাবারেতে' একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। দক্ষিণের এই মুভিটি আবর্তিত হবে তাকে নিয়েই। 'জীবনের আরেকটি অধ্যায় চালু করার জন্যই' দক্ষিণের এই মুভিতে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। ফিল্মকে ক্যারিয়ার হিসেবেও ভাবছেন শ্রীশান্ত। তার ভাষায়, 'দক্ষিণে এটা আমার অভিষেক মুভি। সানা ইয়াদিরেড্ডির মতো একজন বড় চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছি। এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। দক্ষিণে আমি আমার ভালো একটা অভিনয় ক্যারিয়ার গড়তে চাই।'
ইয়াদিরেড্ডি শ্রীশান্তে মুগ্ধ। তার চোখে শ্রীশান্ত শুধু ভালো ক্রিকেটারই নন, ভালো ড্যান্সার ও অভিনেতা। ইয়াদিরেড্ডি বলেলন, 'বিভিন্ন ইভেন্টে তাকে আমি পারফর্ম করতে দেখেছি। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আমি কাহিনীটা তাকে শোনানোর পর সে তা খুব পছন্দ করে ও রাজি হয়ে যায়। ক্রিকেটের ভিন্ন একটি দিক ও ভালো একটি প্রেম কাহিনী দেখা যাবে ছবিটিতে।'
'সেপ্টেম্বরে মুভিটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ছয় মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা আমাদের' জানান পরিচালক ইয়াদিরেড্ডি। মুভিটি ভারতের ১৪টি ভাষায় ডাব করা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ৬ আগস্ট ২০১৫/শরীফ