বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন 'দ্য লিভ লাভ লাফ' নামে তার হতাশাবিরোধী ফাউন্ডেশনের লোগো উন্মোচন করেছেন। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লোগোটি উন্মোচন করেন তিনি। আশা ও স্বাধীনতার বিষয়টিই লোগের ভিত্তি। এক বিবৃতিতে একথা জানিয়েছেন দীপিকা। খবর পিটিঅাই'র
দীপিকা নিজেও অতীতে হতাশায় ভোগেছেন। তাই পরবর্তীতে তিনি অনুভব করেন যে, ভারতের হতাশা বড় ধরনের একটি স্বাস্থ্য সমস্যা। এটির মোকাবেলা করা উচিত। আর এ চিন্তা থেকেই 'দ্য লিভ লাভ লাফ' নামে অলাভজনক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি। ফাউন্ডেশনটি ভারতে হতাশার মতো মানসিক স্বাস্থ্য সমস্যার উন্নয়নে কাজ করবে। এটি সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভিন্ন প্রতিষ্ঠান, পেশাজীবী ও সংগঠনের সঙ্গে কাজ করবে বলে বিবৃতিতে আরো জানানো হয়।
বিডি-প্রতিদিন/৬ আগস্ট ২০১৫/শরীফ