ভারতে পর্নোগ্রাফি নিষিদ্ধের বিপক্ষে কথা বলায় অভিনেত্রী সোনম কাপুরকে একহাত নিলেন অভিনেতা ও প্রযোজক কামাল রশিদ খান বা কেআরকে। একইসঙ্গে সাবেক পর্নোতারকা সানি লিওনকেও তীরের নিশানা বানিয়েছেন এ অভিনেতা।
সম্প্রতি ভারতে পর্নোগ্রাফি সাইট নিষিদ্ধ করায় সরকারের প্রতি কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেন অনিলকন্যা সোনম কাপুর। তিনি টুইট করে বলেন, 'যারা ভাবে কোনো কিছু নিষিদ্ধ করলে ভারতীয় চিন্তাধারায় তফাৎ আনা যাবে, সেই সব নির্বোধদের সবার আগে নিষিদ্ধ করা উচিত।' আর তাতেই নিজের বিনোদনের রসদ খুঁজে পান কেআরকে।
তিনি সোনমকে পাল্টা টুইট করে বলেন, 'তাহলে সোনম কাপুর পর্নোগ্রাফি নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে, এর মানে ও রোজ নীলছবি দেখে। সোনমজি-র জয় হোক!'
সোনমের পাশাপাশি সাবেক পর্নো তারকা ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়েও মন্তব্য করেন কেআরকে। টুইটারে তিনি সানি লিওনের একটি ছবি পোস্ট করে বলেন, 'পর্নোগ্রাফি নিষিদ্ধ করার জন্য আমি নরেন্দ্র মোদি জি এবং তার সরকারকে ধন্যবাদ জানাই। এবার আমি সরকারের কাছে অনুরোধ করব পর্নো তারকা সানি লিওনের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হোক।'
এখানেই শেষ নয়, কেআরকে আরো বলেন, 'সরকার পর্নো সাইট নিষিদ্ধ করেছে কিন্তু সরকার সানির পর্নো ওয়েবসাইট SunnyLeone.com বন্ধ করেনি। এমন মজার ঘটনা ঘটে শুধু বিজেপি সরকারেই।'
বলিউড তারকাদের খোঁচা মারায় আগে থেকেই বেশ নাম-ডাক আছে অভিনেতা ও প্রযোজক কামাল রশিদ খানের। বিশেষ করে অভিনেত্রীরা তো হরহামেশা তার তীরের নিশানা হন। এর আগেও একাধিক অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর টুইট করেছেন কেআরকে। তার কয়েকটি নমুনা নিচে দেওয়া হল:
* কেআরকে-জ্যাকলিন: চলতি বছর জানুয়ারি মাসে জ্যাকলিনকে আক্রমণ করেন কেআরকে। টুইটে বলেন, 'জ্যাকলিন: সালমান খানের সঙ্গে অভিনয় করার পর আমার হিন্দিটা অনেকটা উন্নত হয়েছে। মিথ্যা কথা বলোনা সোনা...তোমার আরো অনেক কিছুই আছে যা উন্নত হয়েছে।'
* কেআরকে-লিসা: মাইক্রোব্লগিং সাইটে একটি ছবি পোস্ট করেছিলেন লিসা। ছবিটিকে একটি বাস্কেট বল রিং ধরে ঝুলছেন লিসা। পরনে শর্টস। আর তা দেখে কেআরকের টুইট ছিল, 'লিসা আমার কী নিচে বসে তোমায় দেখা উচিত।' যদিও লিসা তার যোগ্য জবাবও দিয়েছিলেন।
* কেআরকে-মালাইকা: বলিউডের আইটেম গ্ল্যামডল মালাইকা আরোরাকে বৃদ্ধ মহিলা বলে কটাক্ষ করেছিলেন কেআরকে। টুইটে তিনি বলেন, 'বৃদ্ধা মালাইকা আরোরা খানের আইটেম সং আসছে, যেখানে নিজের সেরা দিয়েছিলেন হটনেট ও শরীরের ভাঁজ নিয়ে, এই নাচ দেখতে বেশ মজা লাগে।'
* কেআরকে-সোনাক্ষী: সোনাক্ষীর জন্য কেআরকে টুইট করেছিলেন, 'যদি মনে করেন সোনাক্ষী সিনহা একজন বড় ভণ্ড তাহলে এটা রিটুইট করুন।'
* কেআরকে-বীনা মালিক: বীনা মালিককে নিয়ে কেআরকে টুইট করে বলেন, 'যারা ভারতকে ভালোবাসে তাদের বীনা মালিককে কুকুরের মতো পেটানো উচিত এবং সরকারের কাছে আবেদন করা উচিত বীনা মালিককে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য। ও দু'টাকার মেয়েছেলে। এমএনএস এবং শিবসেনা চায় না মোষ রাজ্যে থাকুক। কিন্তু তাদের বীনার সঙ্গে কোনো সমস্যা নেই। কেন? ওর ভারত ছাড়া উচিত। আমি এমএনএস এবং শিবসেনার কাছে অনুরোধ করব ওরা বীনা মালিকের বিরোধিতা করুক এবং তাকে ফেরত পাঠিয়ে দিক।' এর পরে তিনি আরও বলেন, 'আমাদের যখন পুনম পান্ডে, শারলিন চোপড়া, রাখি সাওয়ান্ত রয়েছে তখন আমাদের আর বীনা মালিকের কী প্রয়োজন?'
অভিনেতা কামাল রশিদ খান বর্তমানে দুবাইতে বসবাস করছেন। টুইটারে এক মন্তব্যে করে ফেঁসে যাওয়ার প্রেক্ষিতেই তিনি নিজের দেশ ভারত ছেড়েছেন। টুইটারে কামাল ঘোষণা করেছিলেন, গোটা পৃথিবীর কাছে আমার চ্যালেঞ্জ রইল, বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিজি ভোটে জিতলে আমি ভারত ছেড়েই চলে যাব চিরদিনের জন্য।'
আর নির্বাচনে জিতে নরেন্দ্র মোদি ভারতে প্রধানমন্ত্রী হলে তিনি ঘোষণা মতোই ভারত ছাড়েন।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৫/ এস আহমেদ