বলিউড কিং শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে রাতারাতি তারকা বনে যান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এখন সেই দীপিকাই কি না সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে ‘শাহরুখের ‘দিলওয়ালে’ ছবির সাথেই মুক্তি পাবে ‘বাজিরাও মাস্তানি’। তার কাছে মনে হচ্ছে এইটা নাকি একটা চ্যালেঞ্জ’।
ঘটনাটি হল সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবি ‘বাজিরাও মাস্তানি‘ মুক্তি পাবে এই বছরের ডিসেম্বর মাসে। আগে থেকেই ১৮ ডিসেম্বর দিন ঠিক করা ছিল। হঠাৎ করেই শোনা গেল একই দিনে মুক্তি পাবে শাহরুখের ‘দিলওয়ালে’। এই খবরে সবাই বেশ অবাক হয়ে যায়। কারণ একই দিনে দুটো বড় ব্যানারের ছবি মানে দর্শকও ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা। যাই হোক আশা করা হচ্ছিল হয়তো সঞ্জয় লীলা তাঁর ছবি মুক্তির দিন পাল্টে দেবেন। কিন্তু তিনি নাকি নাছোড়বান্দা। ওই দিনেই মুক্তি পাবে ‘বাজিরাও মাস্তানি’। আর এই খবরটা প্রথম জানা গেল ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস থেকে। সেখানে তিনি ঘোষণা করেন যে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন।
তবে সোশ্যাল মিডিয়াতে করা দীপিকার উক্তি মোটেই ভালোভাবে নেন নি শাহরুখ। শাহরুখের একজন ঘনিষ্ঠজন বলেছেন, ‘প্রতিযোগিতামূলক মনোভাব এক জিনিস‚ কিন্তু যে তোমাকে স্টার বানিয়েছে তার প্রতি এই মনোভাব একেবারেই মেনে নেওয়া যায় না’। যা মোটেও ভালোভাবেই নেননি শাহরুখ।
দীপিকা সম্ভবত জানতে পেরে যান যে শাহরুখ তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। তাই তাড়াতাড়ি করে তিনি সোশ্যাল মিডিয়া থেকে বক্তব্য মুছে ফেলেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে‚ কারণ খুব রেগে আছেন বলিউড কিং।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৫/মাহবুব