আবার শুরু হচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো 'হা-শো'। গত দুবার সফল আয়োজনের অনুপ্রেরণায় তৃতীয় আসর বসছে আজ থেকে। তবে এবার ভিন্ন সাজে সেজেছে অনুষ্ঠানটি। উপস্থাপনায় আছেন অভিনেতা সাজু খাদেম। আর বিচারক হিসেবে থাকছেন উপস্থাপক মাজহারুল ইসলাম এবং অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলাম ও বাঁধন। অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এনটিভির পর্দায়। অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। তিনি বলেন, 'নানা চমকে ঠাসা এবারের আয়োজন। দর্শক একটি পরিপূর্ণ বিনোদনের অনুষ্ঠান পাচ্ছেন বলে আমার বিশ্বাস।'
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে প্রাথমিক বাছাই করে মোট ৪০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে মূল অনুষ্ঠান। এখান থেকে শেষ পর্যন্ত ৫ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে লড়াই করবেন।
এনটিভি আয়োজিত 'হা-শো' বাংলাদেশের প্রথম কমেডি রিয়েলিটি শো। এবার এটি প্রেজেন্টস করছে মার্সেল। পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক।