উপস্থাপিকা নুসরাত ফারিয়ার কপাল মেপে দেখার মতো। কারণ এত ভাগ্য নিয়ে খুব কম অভিনয়শিল্পীই যাত্রা শুরু করেন। হ্যাঁ, তার অভিনীত প্রথম ছবি 'আশিকি'র কথাই বলা হচ্ছে। ক্যারিয়ার শুরুই করছেন যৌথ প্রযোজনা, স্কটল্যান্ডে শুটিং আর অঙ্কুশের মতো নায়কের বিপরীতে অভিনয় করে। ছবির গল্পও তার ওপরই। সব মিলিয়ে নুসরাত ভাগ্যাকাশের সুখী প্রজাপতি। এখন শুধু বাকি দর্শক প্রতিক্রিয়ার। এটিই আসল বিষয়। সব ভালো হয়েও যদি দর্শক প্রতিক্রিয়া সুখকর না হয়, তবে তীরে এসেই তরী ডুববে। সে সম্ভাবনা নাকি কম। কারণ ছবি সংশ্লিষ্টরা বলছেন, নুসরাত দারুণ অভিনয় করেছেন। তিনি শুধু নির্মাতাদের কাছ থেকেই প্রশংসা পাননি, তার বিপরীতে থাকা ওপারের অঙ্কুশের কাছ থেকেও সাধুবাদ পেয়েছেন। সিনেমায় ভয়ঙ্কর কিছু দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজেও ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন। তবুও থেমে যাননি। এত কষ্টের তো একটা প্রতিফলন রয়েছেই।
এদিকে সিনেমায় অভিনয়ের পর থেকেই তার ফেসবুক ফলোয়ার হু হু করে বাড়ছে। এখন ফলোয়ারের সংখ্যা ১৭ লাখের কাছাকাছি। এ থেকেও একটা ধারণা পাওয়া যায় দর্শক প্রতিক্রিয়া কেমন হবে! নুসরাত বলেন, 'সিনেমায় কাজ শুরুর পর আমার ক্যারিয়ারে ছন্দবদলের পাশাপাশি আমার ফেসবুক আইডিও অনেকটা সরগরম হয়। সব মিলিয়ে আমার ফিল্মযাত্রা নিয়ে অনেক বেশি উজ্জীবিত এবং উচ্ছ্বসিত।' শোনা যাচ্ছে 'আশিকি' আগামী ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু সেটা সম্ভব নয় বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।