আবদুল্লাহ আল মামুনের জন্মদিনে অনুষ্ঠান
প্রয়াত নাট্যজন আবদুল্লাহ আল মামুনের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য আয়োজন। একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিতব্য আয়োজনে থাকছে আবদুল্লাহ আল মামুন স্মারক বক্তৃতা ও নাটকের মঞ্চায়ন। বিকালে স্মারক বক্তৃতার পর সন্ধ্যায় মঞ্চায়ন হবে প্রয়াত এ নাট্যজন রচিত ও নির্দেশিত নাটক 'মেরাজ ফকিরের মা'।
বঙ্গমাতা পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং বঙ্গমাতা পরিষদের আয়োজনে সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এতে প্রধান অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য প্রদর্শনী
আজ বেঙ্গল শিল্পালয়ে শুরু হচ্ছে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর 'নামিল শ্রাবণ সন্ধ্যা' শীর্ষক ভাস্কর্য প্রদর্শনী। সন্ধ্যায় সম্মিলিতভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পরিবেশবাদী ইনাম আল হক, আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় এবং চিত্রশিল্পী রোকেয়া সুলতানা। প্রদর্শনীতে মোট ভাস্কর্যের সংখ্যা প্রায় ৫০টি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ২২ আগস্ট শেষ হবে প্রদর্শনী।
আজ নাটুকের প্রতিষ্ঠাবার্ষিকী
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে উদযাপিত হবে নাটকের দল নাটুকে থিয়েটার গ্রুপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর সন্ধ্যায় দুজন বীরাঙ্গনা, ক্যান্সারাক্রান্ত তাসনিমা নামের একজন শিশুর চিকিৎসা সহযোগিতায় থাকবে বর্ণা ইয়াসমিনের একক সংগীত পরিবেশনা! অনুষ্ঠানে উপস্থিত বরেণ্য ব্যক্তিরা, দুজন বীরাঙ্গনা শিশু তাসনিমার পরিবারের হাতে সংগৃহীত অর্থ হস্তান্তর করবেন।
নাট্যতীর্থের 'কঙ্কাল'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাট্যতীর্থ প্রযোজিত নাটক 'কঙ্কাল'। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন রবিউল আলম এবং নির্দেশনায় রয়েছেন তপন হাফিজ।
পৌরাণিকরহস্য প্রদর্শনী
অলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে শিল্পী এ আর রুমির পৌরাণিকরহস্য শীর্ষক একক প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রবিবার ব্যতীত প্রতিদিনই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানা গেছে। ২২ আগস্ট শেষ হবে এ প্রদর্শনী।