ফের গায়ক রূপে বলিউড মাত করতে আসছেন সালমান। 'হ্যাংওভার' গানটিতে কণ্ঠ দেওয়ার পর ফের তারই প্রযোজনা সংস্থার ছবি 'হিরো'র টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি। সম্প্রতি নাকি অ্যাকুয়েস্টিক ভার্সনে গানটির রেকর্ডও করে ফেলেছেন সালমান। শোনা যাচ্ছে, গানটির কথাগুলো প্রথম যখন সালমান শুনেন তখনই তার পছন্দ হয়। এমনকি নিজেই গানটি গাওয়ার প্রস্তাব করেন। এমন গুজবও শোনা যাচ্ছে যে, গানটির ভিডিওতেও থাকতে পারেন সালমান।