বলিউডে বর্তমানে সালমান খানের সিনেমা মানেই বক্স অফিস হিট। সালমানের বজরঙ্গি ভাইজান এখন শধু ভারতেই নয়, গোটা বিশ্বের মানুষের পকেট থেকে পয়সা খসিয়ে নিচ্ছে। দাবাং ছবির ব্যাপক সাফল্যের পর হয়েছিল দাবাং-টু। এবার কিক সিনেমাটির সাফল্যের ধারাবাহিকতায় এর সিক্যুয়াল বানাচ্ছেন পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা।
যেখানে এক সালমানের সিনেমাতেই বক্স অফিস তোলপাড় হয়, সেখানে কিক সিনেমার সিক্যুয়ালে দেখা যাবে ডাবল সালমানকে। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন সালমান। ফলে ডাবল সালমান অভিনীত সিনেমা যে বক্স অফিসে ধামাকা সৃষ্টি করবে, সেটা এখন থেকেই অনেকের অনুমান।
আর সিনেমাটিতে কেবল দুইটি চরিত্রে অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না সালমান। সিনেমাটির স্ক্রিপ্টও নাকি লিখছেন তিনি। মাস দু'য়েকের মধ্যেই সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৭ আগস্ট, ২০১৫/ এস আহমেদ