ভারতীয় চলচ্চিত্র দুনিয়া বলিউড ও ক্রিকেটের মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্কের ধারা বিদ্যমান রয়েছে। যেমন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সাবেক ভারতীয় ক্রিকেটার মনসুর আলী খান পতৌধি প্রেম করে বিয়ে করেছেন। এতো আগেকার কথা। আর বর্তমানের প্রসঙ্গ আসলে প্রথমেই চলে আসে ভারতীয় জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের বিষয়টি। বলিউড ও ক্রিকেটের মধ্যকার এই সম্পর্কের ধারা এবার বজায় রাখতে যাচ্ছেন অভিনেতা সালমান খান ও ক্রিকেটার গৌতম গম্ভীর। ভাবছেন, তারা কি তাহলে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন! আসলে ব্যাপারটি তা না। মূলত সালমান খানের এক বিয়াই [ব্রাদার ইন ল] ও গম্ভীরের চাচাতো বোন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আর এই সূত্রেই সম্পর্কে আবদ্ধ হচ্ছেন সালমান ও গম্ভীর।
সালমানের বিয়াইয়ের নাম অক্ষয় শর্মা ও গম্ভীরের কাজিনের নাম রাধিকা গম্ভীর। সম্প্রতি দিল্লিতে তাদের বাগদান সম্পন্ন হয়ে গেছে। বাগদান অনুষ্ঠানে খান পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা যায়। আর খুব শিগগিরই তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মূলত অক্ষয় শর্মা হচ্ছেন সালমানের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার ছোটো ভাই। গত বছর অর্পিতা ও আয়ুশের বিয়ে হয়েছে তা আর বলার দরকার পড়ে না।
রাধিকা ও অক্ষয় বেশ কিছু সময় ধরেই একে অপরের সঙ্গে ডেটিং করে যাচ্ছেন। এ সম্পর্ককে আরো পাকাপোক্ত করতে যাচ্ছেন তারা। অক্ষয় শর্মা পারিবারিক ব্যবসা দেখেন আর রাধিকা ফ্যাশন ব্লগার ও পেশায় স্টাইলিস্ট সেইসঙ্গে তার একটি আইনবিষয়ক ডিগ্রিও রয়েছে।
এদিকে, অক্ষয় ও রাধিকার বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়তো ফের সালমান খান ও বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খানের সাক্ষাৎ হয়েও যেতে পারে। কারণ গম্ভীর শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। সেই সুবাদে কাজিনের বিয়েতে শাহরুখকে দাওয়াতও দিতে পারেন গম্ভীর। এর ফলে সালমান ও শাহরুখের মধ্যকার আরেকটি সাক্ষাৎ আশাই করতে পারে তাদের ভক্তরা।
উল্লেখ্য, সালমানের বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অর্পিতার মাথায় হাত বুলিয়ে তাকে আশীর্বাদও করেছিলেন কিং খান। আর শর্মিলা ও মি. পতৌধি বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাবা-মা ও অভিনেত্রী কারিনা কাপুরের শ্বশুর-শাশুড়ি। খবর ইয়াহু নিউজের
বিডি-প্রতিদিন/৭ আগস্ট ২০১৫/শরীফ