সারা ভারতে পর্নসাইট নিষিদ্ধের সিদ্ধান্তের পর দেশজুড়ে সমালোচনার মুখে দেশটির কেন্দ্র সরকার। বিভিন্ন মহল থেকে নানা বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। বাদ যায়নি সেলিব্রেটিরাও। কেউ বা সরাসরি মূর্খ, তো কেউ ব্যঙ্গ করেছেন সরকারকে নিয়ে। তবে এই সব থেকে ঊর্ধ্বে গিয়ে প্রতিবাদ করেছেন বিগ বস-৭ খ্যাত সুপারমডেল সোফিয়া হায়াত। পর্ন নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে নগ্ন হয়ে ছবি পোস্ট করেছেন ট্যুইটার ওয়ালে। তবে শুধু ছবি নয়, সঙ্গে প্রচার সেরেছেন তার আপকামিং অ্যাপসের। লিখেছেন, পর্নসাইট বন্ধ হওয়ায় আমি দুঃখিত। তবে আমার নতুন অ্যাপসের ছবিগুলো আপনাদের আরও ভালো অনুভূতি দেবে।
সোফিয়ায় এই নগ্ন ছবি ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। একটি সংস্থার তরফ থেকে সোফিয়ার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি পর্নস্টার? এই প্রশ্নেই রেগে আগুন এই তারকা। আর তার রোষের মুখে সানি লিওন।
ট্যুইটারে তিনি পরিষ্কার করে লিখেছেন, “আমি নারী শক্তির, নারী ক্ষমতা, নারীবাদের প্রচারে নগ্ন হয়েছি। পর্ন চাইলে সানি লিওনের কাছে যান”। সেই সঙ্গে পর্ন বন্ধ হওয়ার পিছনে সানিকে দায়ী করেছেন সোফিয়া। তার মতে সানিরে বুদ্ধিনাশ হয়েছে সবার।
প্রসঙ্গত, নিজের নগ্ন ছবি পোস্ট করা সোফিয়ার কাছে কোনো ব্যাপারই নয়। কারণ, এর আগেও বহুবার নগ্ন হয়েছেন সোফিয়া। এমনকি নিজের স্নানের ভিডিও করেও পোস্ট করেছেন ট্যুইটারে।
https://www.youtube.com/watch?v=MnfnTdML7MQ
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৫/মাহবুব