পুজোয় আসছে সৃজিতের রাজকাহিনী। টুইটারে টিজার রিলিজ হতেই ভাইরাল। মাত্র ৫টি চরিত্র নিয়ে তৈরি করেছিলেন আগের ছবি নির্বাক। পরের ছবিতেই একবারে অন্যপথে হাঁটলেন তিনি। ৯ জন মহিলার চরিত্র নিয়ে আবর্তিত সৃজিতের আগামী ছবি রাজকাহিনী।
মাল্টিস্টারার পিরিয়ড পিসের ফার্স্ট লুক ফেসবুকে প্রকাশ করেই চমকে দিয়েছিলেন সৃজিত্। দ্বিতীয় চমক এল ছবির অভিনব পোস্টারে। দেখে নেওয়া যাক ছবিতে কোন চরিত্রে রয়েছেন কে-
লিলি চক্রবর্তী-কমলা, ঋতুপর্ণা সেনগুপ্ত-বেগম জান, সুদীপ্তা চক্রবর্তী-যুথিকা, বিশ্বজিৎ চক্রবর্তী-আখতার, জয়া আহসান-রুবিনা, প্রিয়াঙ্কা-লতা, শাশ্বত চ্যাটার্জি-প্রফুল্ল, সোহিনী-দুলি, যীশু-কবীর, পার্নো-গোলাপ, আবীর চ্যাটার্জি-মাস্টার, রজতাভ দত্ত-নবাব, ঋদ্ধিমা-ফতিমা, কৌশিক সেন-ইলিয়াস, রুদ্রনীল ঘোষ-সুজন, কাঞ্চন মল্লিক-শশীকান্ত, এনা সাহা-বন্নো ও নাইজেল আকারা-সলিম।
ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ অক্টোবর।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৫/মাহবুব