নির্মাতা মুহম্মদ মোস্তফা কামাল রাজ নতুন ছবি নির্মাণ করছেন। শিরোনাম 'সম্রাট'। এটি নির্মাণের আগেই তিনি বলেছিলেন, 'ভিন্নকিছু দেওয়ার ইচ্ছে আছে। আর শাকিব খানকে নতুন রূপে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই।'
গত বৃহস্পতিবার রাজ প্রকাশ করেছেন 'সম্রাট'র টিজার। আর এটি দেখেই তার কথার কিছুটা আলামত পাওয়া গেল। সত্যিই তিনি ভিন্নকিছু দিতে যাচ্ছেন। আর শাকিব খানকে একেবারেই অন্যরকম লাগছে। সত্যি সত্যিই শাকিব নতুন রূপে দর্শকের সামনে আসছেন এবার।
'সম্রাট' ছবির ট্যাগলাইন 'দ্য কিং ইজ হিয়ার'। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। আর রাজা চরিত্রে আছেন ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তাদের সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। অন্য চরিত্রে অভিনয় করছেন- মিশা সওদাগর, কাবিলা, সুব্রত, শিমুল খান, ডিজে সোহেল প্রমুখ। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবিটির শুটিং শুরু হয় গত ১ জুন। ১৪ আগস্ট থেকে 'সম্রাট'র পরের ধাপের শুটিং হবে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর আগে 'প্রজাপতি', 'ছায়া-ছবি' ও 'তারকাঁটা' নির্মাণ করেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি বলেন, 'শুটিং কিছুটা বাকি আছে। এটি শেষ করতে চাই দ্রুত। এরপর সম্পাদনা শেষ করে শিগগিরই ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করতে চাই। এখনো পর্যন্ত সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। আশা করি, দর্শককে খুব ভালোমানের একটি ছবি উপহার দিতে পারব আমরা।' ছবিটির চিত্রগ্রহণ করছেন চন্দন রায় চৌধুরী। আর নির্মিত হচ্ছে টাইগার মিডিয়ার ব্যানারে।