জল অনেক ঘোলা হয়েছে। বিয়ে হবে কিনা এ নিয়েই ছিল সংশয়। চার বছর ধরে প্রেম- কিন্তু কিছুতেই বিয়েটা হচ্ছিল না। অবশেষে বিয়ে হয়েছে। বলা হচ্ছে জেনিফার অ্যানিস্টন ও তার প্রেমিক জাস্টিন থেরাক্সের কথা। তবে চুপিসারেই বিয়ে করলেন তারা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৬ আগস্ট তাদের বেল-এয়ার নামের বাড়িতে স্বল্প পরিসরে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। ৪৬ বছর বয়সী অভিনেত্রী অ্যানিস্টন ও ৪৩ বছর বয়সী জাস্টিনের বিয়েতে অতিথি ছিলেন ৭০ জন। সবাই পরিবারের সদস্য আর কাছের বন্ধুবান্ধব। ২০০৮ সালে 'ট্রপিক থান্ডার' ছবির চিত্রনাট্যকার জাস্টিনের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর।