জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আজ টানা ১১৫ মিনিট নজরুল সংগীত পরিবেশন করবেন ইয়াসমিন মুশতারী। ২৯ আগস্ট কবির ৩৮তম মৃত্যুবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানিয়েই দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা ৪৫ পর্যন্ত চ্যানেল আইয়ের 'ঘরে ঘরে গানের উৎসব' অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করবেন তিনি। এরই মধ্য দিয়ে বেশ কয়েক বছর পর চ্যানেল আইতে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন তিনি। ইয়াসমিন মুশতারী বলেন, 'যেহেতু আর ক'দিন পরই কবির মৃত্যুবার্ষিকী। তাই আজকের অনুষ্ঠানটি তাকে শ্রদ্ধা জানিয়ে তারই গান গাইব। বছরের অন্য সময় তো পাঁচমিশালী গান গাওয়ার যথেষ্ট সুযোগ থাকে। কিন্তু কবি নজরুলকে নিয়ে মনের মতো গান গাওয়ার সুযোগও অনেক সময় পাওয়া যায় না।' একজন ইয়াসমিন মুশতারীকে বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী হিসেবে আখ্যা দিলেও আধুনিক, ফোক'সহ অন্যান্য গানেও তার কণ্ঠের মাধুর্যতা শ্রোতাদের মুগ্ধ করেছে। আর তাই বেশ কয়েক বছর আগে ইবরার টিপুর সুর সংগীতায়োজনে তার প্রথম আধুনিক গানের অ্যালবাম 'সেদিনের এক বিকেলে' ব্যাপক সাড়া ফেলে। সেই থেকে আরেকটি আধুনিক গানের অ্যালবামের চাহিদা ছিল শ্রোতাদের পক্ষ থেকে। যে কারণে নতুন আরেকটি আধুনিক গানের অ্যালবাম নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন ইয়াসমিন মুশতারী।