বর্তমানে নির্মাতা জয়ন্ত গিলাতার নুতন সিনেমা ‘চক অ্যান্ড ডাস্টার’ ছবির শুটিংয়ে ব্যস্ত বলিউড অভিনেত্রী জুহি চাওলা। এজন্য শনিবার ছবির শুটিংয়ে দিনভর বিভিন্ন স্কুলে ঘুরে বেড়িয়েছেন এই অভিনেত্রী। ছবিতে একজন স্কুল শিক্ষিকা হিসেবে দেখা যাবে জুহিকে।
টিচার-স্টুডেন্ট সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে চিত্রনাট্যে। বর্তমান সময়ে শিক্ষক এবং ছাত্রের কমিউনিকেশনে যে ধরনের সমস্যার তৈরি হচ্ছে, তারই প্রতিফলন পাওয়া যাবে ছবিতে। শুটিংয়ের কারণেই দীর্ঘ সময় স্কুলেই কাটছে জুহির। পড়ুয়াদের সঙ্গে সময় কাটাতে পেরে অভিনেত্রী নিজেও খুব খুশি।
টুইট করে জুহি চাওলা জানান, বহু দিন বাদে এমন সুযোগ পেয়েছেন তিনি। ছোটদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন। স্পর্শকাতর বিষয় হলেও ছবি নিয়ে আশাবাদী পরিচালক জয়ন্ত গিলাতার। ছবিতে জুহি ছাড়াও থাকছেন শাবানা আজমি, জারিনা ওয়াহাব, গিরিশ কারনাড, দিব্যা দত্ত প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৫/মাহবুব