গুরু ঘর বানাইলা কী দিয়া/ দরজা জানালা কিছু নাই; পাগলা হাওয়ার তরে/ মাটির পিদিম নিভু নিভু করে’; ‘ঝাকা নাকা ঝাকা নাকা দেহ দোলানা’র মতো প্রায় দুই ডজন জনপ্রিয় গান গেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) মাতিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস।
শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের শেষ দিনে গান পরিবেশন এই সঙ্গীত শিল্পী। অনুষ্ঠানটি একটানা দিবাগত রাত ১২টা পর্যন্ত চলে।
উৎসবের এক পর্যায়ে জেমস যখন মঞ্চে ওঠেন তখন হাজার হাজার শিক্ষার্থী উল্লাস আর করতালিতে তাকে অভিনন্দন জানান। এরপর জেমস দুই হাত উঁচু করে শিক্ষার্থীদের অভিবাদন জানান এবং তাদের অনুরোধের গান পরিবেশন করেন। এ সময় গানের তালে তালে শিক্ষার্থীরা নৃত্য ও উল্লাস করতে দেখা যায়।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৫/মাহবুব