বলিউড সুপার অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার ফ্যাশন জগতে অভিষেক হচ্ছে। বলিউডে নয়, প্যারিসে অভিষেক হচ্ছে তার। সেখানকার 'হাই সোসাইটি‘‚ ‘ল্যা বল ডেস ডেবুটান্টেস‘ ‘বল' এ অভিষেক ঘটাতে যাচ্ছে সে। 'ল্যা বল' নামে পরিচিত এই ফ্যাশন ইভেন্টটি প্রতি বছর একবার আয়োজিত হয়। বিভিন্ন দেশের ১৬ থেকে ২২ বছর বয়সী ২৫ জন কিশোরী এই ইভেন্টে অংশগ্রহণ করবে।
শোনা যাচ্ছে, নভ্যা নাকি ইতিমধ্যে শোটির জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। নৃত্যশিক্ষার প্রশিক্ষণ নেওয়া ছাড়াও‚ হাই হিল পরে হাঁটা প্রাকটিস করছে। এছাড়াও লন্ডনের বেশ কিছু বড় ডিজাইনারের কাছ থেকে বেশ কিছু ড্রেসও কিনেছে।
নভ্যা নভেলির মা শ্বেতা এবং জামাই নিখিল নন্দা দুজনেই এ ঘটনায় খুব উচ্ছ্বসিত। নানা বিগ-বি অমিতাভ এতে উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত নয়। তবে তার মেয়ে শ্বেতা এ ব্যাপারে আশাবাদী।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ