রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৬ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন চিত্রনায়ক রিয়াজ। শনিবার বিকেলে তিনি তার বনানীর বাড়িতে ফিরে গেছেন।
রিয়াজের চিকিৎসক শাহাবুদ্দীন তালুকদার জানিয়েছিলেন, সবকিছু স্থিতিশীল আছে। বর্তমানে তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। তবে আগামী ছয় মাস তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
রিয়াজের সুস্থ শরীরে ঘরে ফেরার ঘটনায় স্বস্তি পেয়েছে দেশের বিনোদন অঙ্গন ও ভক্তরা। নিশ্চিন্ত হয়েছে ‘কৃষ্ণপক্ষ’ ছবির ইউনিটও।
প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে 'কৃষ্ণপক্ষ' ছবির শুটিংস্পটেই হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। এরপর তাকে দ্রুত উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় অ্যাপোলো হাসপাতালে।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৫/মাহবুব