ধুম সিরিজের নতুন মুভির নাম ঘোষণা না করা হলেও এতে কারা অভিনয় করছেন এ নিয়ে গত প্রায় এক বছর ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। কখনো শোনা যায়, শাহরুখের ছেলে আরিয়ান এতে অভিনয় করছেন। চলতি মাসেই শোনা যায়, অমিতাভ বচ্চন ও হৃতিক রোশন থাকছেন এর প্রধান দুই চরিত্রে। এবার শোনা যাচ্ছে, এতে ভিলেন চরিত্রে থাকবেন 'বাহুবলি' খ্যাত অভিনেতা প্রভাস।
এইতো কয়েকদিন আগে বিশেষ এক প্রদর্শনীতে 'বাহুবলি' মুভিটি দেখেন নির্মাতা-প্রযোজক আদিত্য চোপড়া ও ‘ধুম থ্রি’র পরিচালক বিজয় আচারিয়া। ওই সময়-ই তারা প্রভাসকে ধুমের পরবর্তী পর্বে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর বেরিয়েছে। তবে এ বিষয়ে কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ