ইন্দো-কানাডীয় সাবেক পর্নোতারকা সানি লিওনিকে পর্দায় আবেদনময়ী রূপে দেখতেই অভ্যস্ত দর্শকরা। পর্নোজগত থেকে বলিউড- সেই আবেদনটা ঠিকই ধরে রেখেছেন এ তারকা। বাস্তব জীবনের সানি সম্পূর্ণ এক ভিন্ন মানুষ- জানালেন এ অভিনেত্রী।
'এক পাহেলি লিলা' সিনেমায় দুটি ভিন্ন সময় ও সামাজিক অবস্থানের দুই নারীর চরিত্রে অভিনয় করেছিলেন সানি। আবার নতুন সিনেমা 'মাস্তিজাদে'তে প্রথমবারের মতো সানি অভিনয় করেছেন জমজ বোনের চরিত্রে। এক বোন লিলি যে কিনা পড়ুয়া গোছের অন্তর্মূখী মেয়ে, অন্যজন লায়লা যে কিনা আবেদনময়ী এক উচ্ছ্বল তরুণী। সঙ্গত কারণেই ভক্তরা লায়লার সঙ্গেই সানির মিল খুঁজবেন। কিন্তু সানি জানালেন ভিন্ন কথা।
তিনি বলেন, "প্রথমবারের মতো আমি জমজ বোনের চরিত্রে অভিনয় করছি। যদিও ভারতবাসী আমাকে লায়লার মতো আবেদনময়ী নারীর রূপে দেখে, তবে বাস্তব জীবনে আমি অনেকটাই লিলির মতো। এজন্যই হয়তো পড়ুয়া লিলির চরিত্রে অভিনয় করতে আমার বেশি ভালো লেগেছে।"
সেক্স-কমেডি 'মাস্তিজাদে'তে সানির সঙ্গে দেখা যাবে তুষার কাপুর ও ভির দাসকে। এটি নির্মাণ করেছেন মিলাপ জাভেরি। মাত্রাতিরিক্ত অশালীনতার অভিযোগ এনে 'মাস্তিজাদে' সিনেমাটি দীর্ঘদিন আটকে রেখেছিল ভারতের সেন্সর বোর্ড। অবশেষে মাস কয়েক আগে ছাড়পত্র পায় সিনেমাটি। সিনেমাটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৫/ এস আহমেদ