হালের আলোচিত ও সমালোচিত মডেল নায়লা নাঈম একটুর জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। 'রাত্রির যাত্রী' ছবির শুটিংয়ের প্রথম দিন রবিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। সেদিনের শেষের দিকে লিফটিংয়ের সময় হঠাৎ বেকায়দায় নিচে পড়ে যান তিনি। এসময় তার মাথায় আঘাত লাগে। এমনকি দুই দুইবার রক্তপাতও হয়েছে মাথা থেকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে নায়লা নাঈম বলেন, "বিএফডিসি’তে আসাদ খানের কোরিওগ্রাফিতে 'রাত্রির যাত্রী'র প্রথম দিনের শুটিংয়ের শেষ চিত্রায়নে একটি লিফটিংয়ের সময় হঠাৎ বেসামাল হয়ে নিচে পড়ে যাই। পড়ে যাওয়ার পর প্রায় চার মিনিট চোখে অন্ধকার দেখি। আল্লাহ্র অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছিলাম। এরপর গতকাল সোমবার খুব কষ্টে গানটির চিত্রায়ন সফলভাবে শেষ করি। তবে আজ চিকিৎসকের কাছে যাবো। কারণ দুই দুইবার রক্তপাত হয়েছে মাথায় আঘাতপ্রাপ্ত স্থান থেকে। এ বিষয়ে কোনোরকম অবহেলা করা ঠিক হবে না বলে মনে করি।"
দুর্ঘটনার ভিডিও: