কন্ডমের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক এখনও চলছে। কিন্তু তাতে যে সাবেক পর্নস্টার সানি লিওনের কোনো মাথা ব্যাথা নেই তা তার নতুন কন্ডমের বিজ্ঞাপন বলে দিচ্ছে। ইতিমধ্যে বিজ্ঞাপনের শ্যুটিং শেষ করে ফেলেছেন এই বলিউড অভিনেত্রী। দিন কয়েক পরেই বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যাবে সানির এই নতুন কন্ডমের বিজ্ঞাপন।
বিজ্ঞাপন সংস্থা ম্যানফোর্স কন্ডমের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বিজ্ঞাপনের বিতর্কের কথা মাথায় না রেখে নতুন এই বিজ্ঞাপনটি আনা হয়েছে।
নতুন এই বিজ্ঞাপনের ক্যাপশন দেওয়া হয়েছে 'ইন দ্য কার উইথ সানি লিওন'। নতুন বিজ্ঞাপন নিয়ে সানি বলছেন, গতবারের চেয়ে তিনি এই কাজ করে আরও বেশি উপভোগ করেছেন।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব