আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের যুগ্ম মালিক নেস ওয়াদিয়ানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেকদিন। সোশ্যাল মিডিয়ায় সে ভাঙনের খবর দিয়েছিলেন প্রীতি জিনতা নিজেই। তারপর আর কোনো বিশেষ বন্ধু হয়নি নায়িকার। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে এক ক্রিকেটারের সঙ্গে ডেট করছেন কিংস ইলেভেন এর মালিক। জানেন তিনি কে?
বলিউডে জোর গুঞ্জন সেই ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। প্রীতির আইপিএল টিম কিংস ইলেভেন পঞ্জাবেবই খেলে থাকেন মিলার। এরই সূত্র ধরেই প্রেম জড়িয়েছেন দু'জনে। বলিউডে এখন এ নিয়ে জোর গুঞ্জন চলছে। সম্প্রতি মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন এই জুটি। সেখানে একান্তে বেশ কিছুক্ষণ সময়ও কাটান তাঁরা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে প্রীতি তাঁর জীবনে বিশেষ মানুষের অস্তিত্ব স্বীকার করে নেন। নায়িকা জানিয়েছিলেন, নেসের পর ওই সম্পর্ক নিয়ে আলাদা করে ভাবছেন তিনি। তবে সেই বিশেষ মানুষটির নাম খোলসা করেননি। কিন্তু ডেভিডের সঙ্গে প্রীতির ডিনার ডেটের কথা জানাজানি হতেই জোর গু়ঞ্জন শুরু হয়েছে বলিউডে।
তবে এই সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি মিলার কিংবা প্রীতি কেউই। আর তাতেই জল্পনা আরও বাড়ছে। অনেকেই মনে করছেন হয়তো পরিণতি পাবে এই সম্পর্ক। সত্যিই কি তাই? উত্তর দেবে সময়।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব