সানি লিওনের শিক্ষক সালমান খান। চমকে গেলেন? আসলে ছবিতে ডাবল রোলে কিভাবে অভিনয় করতে হয়, তা সালমানের ছবি দেখে শেখার চেষ্টা করেছেন সানি।
আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে মিলাপ জাভেরি পরিচালিত ‘মস্তিজাদে’। এ ছবিতে তাকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। সানির ইচ্ছা নিজেকে সুঅভিনেত্রী হিসেবে উপস্থাপন করা। তাই বিভিন্ন ছবিতে ডাবল রোলে অভিনয় করেছেন যারা, তাদের অভিনয় দেখে শেখার চেষ্টা করেছেন। আয়ত্ত করার চেষ্টা করেছেন কীভাবে একই ছবিতে নিজেকে আলাদা করতে হয়। মূলত সালমান খানের অভিনয়ই মন দিয়ে দেখেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেছেন সানি নিজেই।
‘মস্তিজাদে’ ছবিতে লিলি লেলে এবং লালিয়া লেলে দুইবোনের চরিত্রে দেখা যাবে সানিকে। লিলি-লালিয়ার সেক্স নিয়েই এই কমেডি ছবিটি নির্মিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৫/ রশিদা