সাম্প্রতিক সময়ে 'কিক', 'বডিগার্ড' ও 'বাজরঙ্গি ভাইজান'র মতো সুপার হিট মুভি উপহার দিয়ে বলিউডের বাদশাহে পরিণত হয়েছেন সালমান খান। সামনে মুুক্তি পাচ্ছে 'প্রেম রতন ধন পায়ো' নামে আরেকটি সুপারহিট মুভি। এত সাফল্যের পর বেশ উচ্ছ্বশিত সালমান। এবার শোনা যাচ্ছে, তেলুগু মুভিতে কাজ করতে যাচ্ছেন তিনি। তেলুগুর জনপ্রিয় অভিনেতা রাম চরণের সঙ্গে একটি মুভিতে অভিনয় করবেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, খুব শিগগিরই একটি তেলুগু অ্যাকশন মুভিতে অভিনয়ের মধ্য দিয়ে সেখানে অভিষেক ঘটছে 'বজরঙ্গি ভাইজান'র এই তারকার। ইতোমধ্যেই বলিউড মুভিতে অভিষেক হয়েছে তেলুগু তারকা রামচরণের। 'জাঞ্জির' মুভিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন রামচরণ।
রামচরণ এবং সালমান একে অপরের অত্যন্ত ভালো বন্ধু। সালমানের বোনের বিয়েতে অতিথিও ছিলেন রাম। এবার তার সঙ্গেই জুটি বেঁধে তেলেগু মুভি করছেন সালমান। খবর: ওয়ান ইন্ডিয়া
বিডি-প্রতিদিন /২৮ অক্টোবর ২০১৫/শরীফ