ইতোমধ্যে যারা পরলোক গমন করেছেন এমন তারকাদের মধ্যে আয়ে শীর্ষে উঠে এসেছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন! ফোর্বসের ২০১৫ সালের জরিপে এ তথ্য উঠে আসে। চলতি বছর তার আয় দাঁড়িয়েছে ১১.৫ কোটি ডলারে। এর ফলে তার সামষ্টিক আয় দাঁড়ালো ১০০ কোটি ডলারের বেশি। ২০০৯ সালে পরলোকগমন করেন পপ সম্রাট জ্যাকসন।
ফোর্বসের তালিকায়, দ্বিতীয় স্থানে আছেন এলভিস প্রিসলি। গত এক বছরে তার আয় ৫ কোটি ডলার। ১৯৭৭ সালের আগস্টে মারা যান তিনি।
তালিকায় থাকা বাকিরা হলেন জ্যামেইকান রাগ শিল্পী, গীটার বাদক, গীতিকার বব মার্লে, মেরিলিন মনরো। আর তরুণদের মধ্য আছেন তালিকায় আছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের প্রয়াত অভিনেতা পল ওয়াকার। এছাড়া আছেন এলিজাবেথ টেইলর, আলবার্ট আইনস্টাইন, স্টিভ ম্যাক কুইন, জেমস ডিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ