বলিউডের আলোচিত মুভি 'হেট স্টোরি'তে অভিনেত্রী পাওলি দামের সাহসী অভিনয় নজর কেড়েছিল। সেইসঙ্গে রগরগে অভিনয়ের জন্য সমালোচনাও কুড়িয়েছিল। সাহসী এই অভিনেত্রীকে ফের আরেকটি হিন্দি মুভিতে দেখা যাবে। 'ইয়ারা সিলি সিলি' নামের মুভিটিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মুভিটির দ্বিতীয় ট্রেলার রিলিজ হয়েছে। 'হেট স্টোরি'র মতো এই মুভিতেও পাওলি দামকে অত্যন্ত সাহসী ভূমিকায় দেখা গেছে।
প্রেমের গল্পভিত্তিক 'ইয়ারা সিলি সিলি'তে যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে পাওলিকে। এতে তার নাম মল্লিকা। এই প্রসঙ্গে পাওলি বলেন,' যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করলেও 'হেট স্টোরি'র চেয়ে গল্পের দিক থেকে 'ইয়ারা সিলি সিলি' একেবারেই ভিন্ন ধরনের।'
উল্লেখ্য, পাওলি ছাড়াও মুভিটির লিড চরিত্রে আরো অভিনয় করেছেন পরমব্রতা চ্যাটার্জি। সুভাষ সেহগাল পরিচালিত এই মুভিটি আগামী ৬ নভেম্বর মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ