মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা বানানো কঠিন কাজ। তার ওপর যদি যুদ্ধের সময় সেই পরিচালকের বয়স হয় মাত্র এক বছর, তাহলে তো কথাই নেই। সম্প্রতি এই কঠিন কাজটিই হাতে নিয়েছেন বাংলাদেশের মেধাবী নির্মাতা নূরুল আলম আতিক।
সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি।’ এর আগে, 'ডুব সাঁতার' নামে একটি চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন তিনি। যে চলচ্চিত্রে জয়া আহসান প্রথমবারের মত চলচ্চিত্রের মূল নায়িকা হিসেবে কাজ করেন।
দীর্ঘ বিরতির পর নাসির উদ্দিন ইসুফের গল্পে সরকারি অনুদান প্রাপ্ত 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্রটি নিয়ে এখন এ নির্মাতার সব ব্যস্ততা। বর্তমানে চলছে শুটিং পূর্ব প্রস্তুতি। চলচ্চিত্রের অভিনয়শিল্পী নির্বাচনে চলছে অডিশন। এ ছবির অন্যতম একটি চরিত্র ফাইটার মোরগ। সম্প্রতি সেই মোরগেরও স্ক্রিন টেস্ট নেওয়া হয় নূরুল আলম আতিকের চলচ্চিত্রের অফিসে।
আতিক জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি থেকে পুরোপুরি মাঠে নেমে পড়বে ‘লাল মোরগের ঝুঁটি’। শুরু হবে দৃশ্যধারণ। গাইবান্ধা, সৈয়দপুর, ঢাকাসহ বিভিন্ন জায়গায় ক্যামেরা ছুটবে।
ছবিটিতে কারা অভিনয় করবেন, সেটি এখনও ঠিকঠাক করে উঠতে পারেননি পরিচালক। খোঁজখবর চলছে। অডিশন চলছে। গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে মানানসই অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের প্রক্রিয়া এগুচ্ছে দ্রুতগতিতে।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৫/মাহবুব