ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির সঙ্গে কিছু দিন আগেই ব্রেকআপ হয়েছে। এটা নিয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে না আনুশকা শর্মার। এমনকি কষ্টে নাকি ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিয়েছেন নায়িকা। তবে একটা সংবাদ তার এই হতাশা দূর কিছুটা হলেও দূর করতে পারে। কারণ তার অভিনয়ে নাকি মুগ্ধ হয়েছেন স্বয়ং বলিউড সুপারস্টার সালমান খানই।
আসন্ন ‘সুলতান’-এ একসঙ্গে কাজ করছেন 'ভাইজান' এবং অানুশকা। সেখানেই আনুশকার অভিনয় দেখে মুগ্ধ সালমান। তিনি বলেন, ‘‘অানুশকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল। ট্যালেন্টেড মানুষের সঙ্গে কাজ করতে সব সময়ই ভাল লাগে।’’
এই ছবিতে হরিয়ানার এক কুস্তিগীর সুলতান আলি খানের ভূমিকায় অভিনয় করবেন সালমান। আলি আব্বাস জাফরের পরিচালনায় এই চরিত্রটি সালমানের ক্যারিয়ারের একটি অন্যতম কঠিন চরিত্র।
সালমানের কথায়, ‘‘এই চরিত্রটার জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। আমার ক্যারিয়ারে এটা একটা কঠিন ছবি।’’
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৬/মাহবুব
-